Header Ads

জনপ্রিয় ৫টি উপায়ে WiFi পাসওয়ার্ড বের করুন

 আপনি যদি গুগলে সার্চ করে থাকেন, "WiFi Password কিভাবে হ্যাক করব", "ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার নিয়ম" "মোবাইলে বা কম্পিউটারে সেভ করা WiFi Password কিভাবে দেখা যায়" বা "wifi password kivabe ber korbo" তাহলে অনেক আর্টিকেল পাবেন যা আপনাকে বিভ্রান্ত করবে কিন্তু সঠিক তথ্য পাবেন না। এই সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের এই পোস্টটি পড়ুন "জনপ্রিয় ৫টি উপায়ে WiFi পাসওয়ার্ড বের করুন।"

আপনাদের জেনে রাখা ভালো যে, মোবাইল দিয়ে WiFi Password হ্যাক করা কখনই সম্ভব না। কম্পিউটার দিয়ে হ্যাক করা সম্ভব কিন্তু শুধু তারাই পারবে যাদের ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে পূর্ণ জ্ঞান আছে। তাহলে এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের মোবাইলে বা কম্পিউটারে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখব। আসুন জেনে নেওয়া যাক।

ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করব মোবাইলে

প্রথমে আপনি আপনার ওয়াইফাই সেটিং এ যান। যে ওয়াইফাইটিতে আপনি সংযুক্ত হয়ে আছেন সেই ওয়াইফাইটিতে আপনি ট্যাপ করে কিছু সময় ধরে রাখুন। ট্যাপ করে ধরে রাখলে সেখানে দুইটি অপশন দেখা দিবে, ১টি Forget Network ও ২য়টি Manage network setting বা Modify network। আপনাকে "Manage network setting বা Modify network" এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে "Show Advanced options" এ ক্লিক করতে হবে। তারপর IP settings এ "DHCP বা Dynamic" থেকে Static এ ক্লিক করবেন।

Static এ ক্লিক করলে অনেকগুলো আইপি দেখতে পারবেন। সেখান থেকে Getway তে যে আইপিটি আছে সেই আইপিটি কপি করতে হবে। এবং Chrome ব্রাউজার এ গিয়ে পেস্ট করে ওপেন করতে হবে। এই আইপিটি হল আপনি যে ওয়াইফাইয়ে সংযুক্ত হয়ে আছেন সেই ওয়াইফাইয়ের এডমিন প্যানেল।

এই এডমিন প্যানেলে গিয়ে User এবং Password এর দুই জায়গায় Admin লিখে Login এ ক্লিক করুন। লগইন করার পরে দেখবেন Wireless নামক একটা সেটিং আছে। সেখানে ক্লিক করুন তারপর Wireless Security নামক আরেকটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর দেখবেন Wireless Password নামক একটি পাসওয়ার্ড আছে "সেটিই হচ্ছে আপনার Wifi Password।"

ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করব মোবাইলে ২

দ্বিতীয় পদ্ধতিটি আরো সহজ। যদি আপনি আধুনিক আপডেটেড বা নতুন ভার্সনের মোবাইল ব্যবহার করেন তাহলে এ পদ্ধতিটি আপনার জন্য। আর তা হল QR কোডের মাধ্যমে।

এ পদ্ধতিতে বের করার জন্য আপনাকে ওয়াইফাই সেটিং এ যেতে হবে। এবং যে ওয়াইফাইতে আপনি সংযুক্ত হয়ে আছেন সেটিতে একবার ট্যাপ করতে হবে। যে কিউআর কোডটি শো করবে সেটির একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে শুধু কিউআর কোডটি ক্রোফ করে ইমেজ আকারে সেভ করবেন। তারপর গুগলে গিয়ে সার্চ করবেন "qr code extractor"। এবং "ZXing Decoder Online" এই ওয়েবসাইটটিতে ক্লিক করুন। এবং Choose File থেকে আপনার QR কোডটি সাবমিট করুন। সাবমিট করার পর দেখবেন "Parsed Result" নামক একটি অপশন দেওয়া আছে এবং তার সাইডে আপনার Wifi Password টি দেওয়া আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.