Header Ads

গাড়ির চাকায় দুরকম ব্রেক কেন ব্যবহৃত হয় ?

গাড়িতে সাধারনত সামনের দিকের চাকায় Disk Brake এবং পিছনের চাকায় Drum brake ব্যবহৃত হয় । ডিস্ক ব্রেক সাধারনত বেশি দামী, তাৎক্ষনিক স্থিতিশীলতা দেয় ও ফলে বেশি নির্ভরযোগ্য কিন্তু এর ক্ষয় অনেক বেশী । এছাড়া ডিস্ক ব্রেকের ওজন অনেকটা বেশি । সব চাকায় ডিস্ক ব্রেক দিলে অহেতুক ওজন বাড়বে এবং জ্বালানি খরচ বেশি হবে ৷ যার ফলে মধ্যপন্থা অবলম্বন করে খরচ এবং কার্য্যকারিতা দুইএরই গুরুত্ব বজায় রাখা হয় সামনের চাকায় ডিস্ক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক লাগিয়ে ।

(1) Disc Brake

(2) Drum Brake

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.