পৃথিবীর অর্থনীতি কারা পরিচালনা করে এবং তা কিভাবে ?
নির্জলা সত্য বলতে গেলে বলতে হয় আজকের বিশ্বের মোট প্রায় ৮৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি যারা পরিচালনা ও নিয়ন্ত্রন করেন তাঁরা হলেন মুষ্টিমেয় কয়েকটি এ্যকাউন্টেন্ট ফার্ম যাদের প্রশংসা পত্র ছাড়া কোন বার্ষিক হিসাবই গৃহিত হয়না । এই এ্যকাউন্টেন্ট ফার্ম দের যাঁরা পারশ্রমিক ছাড়াও উপরি অর্থ দিয়ে নিয়ন্ত্রন করে তাঁরা সর্বদা পর্দার আড়ালে থাকেন।নিচে এদের মধ্যে যাঁরা প্রধান তাঁদের নাম দেওয়া হল ।
- Deloitte
- PwC. ...
- Ernst & Young. ...l
- KPMG. ...
- Grant Thornton. ...
- BDO. ...
- RSM Tenon. ...
- Smith & Williamson.
Post a Comment