Header Ads

Percentage বা শতকরা বের করার নিয়ম

Percentage বা শতকরা বের করার নিয়মঃ


যে সংখ্যার শতকরা বের করবেন সেটাকে ১০০ দ্বারা ভাগ করে তার সাতে যত পার্সেন্ট বের করবেন সেটি গুন করলেই পাওয়া যায় শতকরা হিসাব । যেমন ধরুন কোন একটি বই এর দাম দেয়া আছে ৩৮০ টাকা এবং আপনি ৫% ছাড়ে বইটি কিনতে পারবেন ।


অর্থাৎ আপনি ১৯ টাকা ছাড় পাবেন এবং সে ক্ষেত্রে বইটিম ক্রয় মূল্য দাড়াবে ৩৮০ – ১৯ = ৩৬১ টাকা

তো এটি যদি আমরা কাগজে কলমে বের করতে চাই তাহলে হিসাব টি দাড়াবে নিচের মতো

৩৮০ টাকার ৫% = (৩৮০/১০০) x ৫ = ৩.৮ x ৫ = ১৯ টাকা

ক্যালকুলেটর এ  Percentage বা শতকরা বের করার নিয়ম

এই একই হিসাব ক্যালকুলেটর এ করলে পদ্ধতি টি  হবে নিচের মতো ।

৩৮০ x ৫% এ পর্যন্ত থেকে গেলে দেখাবে ১৯
আর ৩৮০ x ৫% – = চাপলে একদম পেয়ে যাবেন ৩৬১

শতকরা হিসাবের আরো কয়েকটি উদাহরন পাবেন নিচের ভিডিও টিতে ।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.