মোবাইল-এ অ্যাপ কীভাবে লুকানো যায়?
আপনি আপনার ফোন দিয়ে যদি কোনো এপস লুকাতে চান তাহলে প্রথমে সেটিংসে যান। সেখানে প্রাইভেসি নামে একটা অপশন আছে।
এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে।
আপনি যেহেতু এপস লুকাতে চাচ্ছেন সেহেতু আপনাকে প্রাইভেসি এন্ড এপ এনক্রিপশন নামের অপশনে ক্লিক করুন।
তারপর আপনার কাছে আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে ঢুকে যেই যেই এপ লুকাতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে দিন ব্যাস আপনার কাজ শেষ।
আপনি চাইলে সেখান থেকে কোনো এপস এ পাসওয়ার্ড ও বসিয়ে রাখতে পারবেন
Post a Comment