Header Ads

শর্ট সার্কিট কি বা কাকে বলে?

শর্ট সার্কিটঃ


শর্ট সার্কিটের মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয়, এর ফলে উত্তাপ, বিদ্যুতের ফুলকি ইত্যাদি সৃষ্টি হয়। ভোল্টেজ ভেড়ে গেলে বিদ্যুতের চাপ বাড়ে । অর্থাৎ ভোল্টেজকে বলা হয়ে থাকে বিদ্যুতের চাপ ।  অতিরিক্ত ভোল্টেজ ভেড়ে গেলে, শর্ট সার্কিট হয়ে থাকে । আরও বিস্তারিত ভাবে বলতে গেলে, শর্ট সার্কিট ইংরেজি Short Circuit যা কেবল শর্ট বা s/c হিসেবেও অভিহিত করা হয়ে থাকে বলতে এমন একটি তড়িত বর্তনী বুঝানো হয় যা একটি সংযোগ তারে অনিচ্ছাকৃতভাবেই অস্বাভাবিক তড়িৎ প্রবাহিত হতে দেয়, কারণ এক্ষেত্রে তড়িৎকে কোন প্রায় কোন রোধই বা খুব কম রোধ অতিক্রম করতে হয়। শর্ট সার্কিটের মধ্য দিয়ে অত্যধিক তড়িৎ প্রবাহিত হতে পারে ফলে তাপ বা তড়িতের ফুলকি সৃষ্টি করতে পারে। শর্ট সার্কিটের বিপরীত বিষয় হল ওপেন সার্কিট বা খোলা বর্তনী, যেখানে বর্তনীর দুটি বিন্দুর মাধে কোন প্রকার রোধই থাকে না। সাধারনভাবে অনেকেই সত্যিকার কারণ না জেনে যে কোন ধরনের বৈদ্যুতিক ত্রুটিকে ঢালাওভাবে শর্ট সার্কিট বলে আখ্যায়িত করে থাকেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.