Mobile এ বাংলা টাইপিং করুন বিজয় কিবোর্ড দিয়ে ২০২৩ (সকল সমস্যা Fixed)
আসসালামু আলাইকুম
প্রিয় ট্রিকবিডি ভিজিটর আশা করি সকলে ভালো আছেন।
আজকের টিউটোরিয়াল এ দেখাতে যাচ্ছি কিভাবে মোবাইলে বাংলা টাইপিং প্রাকটিস করতে পারবেন এবং বিজয় কিবোর্ড এর সমস্যার সমাধান নিয়ে।
অনেক আগে থেকে আমি নিজেও বাংলা টাইপিং প্রাকটিস করতে চেয়ে প্রাকটিস করতে পারিনি।
ইংরেজি টাইপিং করা যেতো কিন্তু কোন মতেই বাংলা টাইপিং করতে পারছিলাম না। পরে অনেক কষ্টে একটা মডিফাইড ভার্সন আপনাদের জন্য নিয়ে আসলাম Bijoy Keyboard এর।
Download Link :
Set-Up এবং Processing এর সম্পূর্ণ টিউটোরিয়াল Video আকারে দেওয়া আছে পোস্টের শেষে।
Download করা হয়ে গেলে এবার ইনস্টলেশন করে নিন এবং কীবোর্ড সেটআপ করে নিন।
যারা নতুন তাদের জন্য সেট-আপ দেখাচ্ছি :
প্রথমে install করে নিন।
এবার Mobile এর Settings এ যেতে হবে যাতে Keyboard চালু করতে পারি।
Setting এ যাওয়ার পর Manage Keyboard এ ক্লিক করুন

এবার Manage Keyboard এ ক্লিক করে নিন

এবার Keyboard চালু করার জন্য Bijoy এ ক্লিক করুন
Active করার জন্য একটিভ এ ক্লিক করুন
এবার Bijoy Active হয়ে গেল, এখন আপনি টাইপিং করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।
Post a Comment