Header Ads

কিভাবে প্লে স্টোর থেকে অ্যাপ সরাসরি এসডি কার্ডে ডাউনলোড করা যাবে?

প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার প্রশ্নের জন্য। কিছু দিন আগে এই বিষয়টা আমি কোরায় পড়েছিলাম সেই লেখাটাই কিছুটা সংযোজনের মাধ্যমে কপি পেষ্ট করে দিয়ে দিচ্ছি।

হ্যাঁ অবশ্যই যাবে। প্লে-স্টোর থেকে ডাউনলোডকৃত এ্যাপ গুলো ফাইলে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আরো একটি Apk Extractor - Apps on Google Play নামে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তারপর Apk Extractor টি Open করে আপনি যে এ্যাপসটি ফাইলে নিতে চান সে এ্যাপসটি ক্লিক করে Extract করে নিন।


প্লে স্টোর থেকে অনেকেই আমরা অ্যাপস ডাউনলোড করে থাকি।প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপস গুলো আনইন্সটল করে দিলে সেগুলো আবার ইন্সটল করে আমাদের ব্যবহার করতে হয়।

তাই আমরা সবাই চাই প্লে স্টোরের অ্যাপ গুলো এসডি কার্ডে ডাউনলোড করার। কিন্তু প্লে স্টোর থেকে এসডি কার্ডে ডাউনলোড করা যায় না।

কিন্তু আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপ গুলো ব্যাকআপ করতে পারবেন। যাতে পরবর্তীতে আর ডাউনলোড করতে না হয়। সে সম্পর্কে আমার ওয়েবসাইটে একটি আর্টিকেল লেখা আছে। আপনার ইচ্ছা হলে পড়তে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.