Header Ads

সিস্ট (জল কোষ) শরীরে হয় কেন? why Cyst in body?

 সিস্ট (জল কোষ) শরীরে হয় কেন?

Cyst : বর্তমানে অনেকেই দেখেছি সিস্ট আর টিউমারকে এক করে ফেলেন। আসলে, দুটি ভিন্ন জিনিস।সিস্ট হলো ক্যাপসুল বা কোষ বা ক্ষুদ্রাকার থলির মতো অস্থায়ী অঙ্গানু। এটি কঠিন, অর্ধকঠিন বা গ্যাসীয় পদার্থে পূর্ণ থাকে।এগুলো টিস্যুর মধ্যে সীমাবদ্ধ থাকে।যদিও এরা আলাদা একটি পর্দা দ্বারা আলাদা থাকে।সিস্ট এর আকার নিয়মিত থাকে কিন্তু টিউমারের আকার অনিয়মিত।এছাড়া সিস্ট সবসময় একই আকারে স্থির থাকে।কিন্তু, টিউমার কোষবিভাজনের মাধ্যমে আকারে বড় হতে থাকে।

সিস্ট হওয়ার পেছনে অনেক কারণ আছে।যেমন:

  • টিউমার।
  • বংশগতীয় কারণ।
  • ভ্রূণের বৃদ্ধির সময় কোনো অঙ্গতে সমস্যা থাকলে।
  • ঐ স্থানের কোষে ত্রুটি থাকলে।
  • দীর্ঘদিন ধরে প্রদাহজনিত সমস্যা থাকলে।
  • কোনো নালীর কোনো স্থানে ব্লকেজ সৃষ্টি হলে সেখানে তরল জমে সিস্ট হতে পারে।

  • পরজীবীর কারণেও সিস্ট হতে পারে।
  • আঘাতের কারণে শিরায় ক্ষতি হলেও সিস্ট হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.