Header Ads

চিন চালু করেছে সৌর তাপ চালিত গলিত লবনের বয়লার যার থেকে স্টিম টার্বাইন চলে উৎপন্ন করছে ১০০ MW পাওয়ার ।

 এই ১০০ MW পাওয়ার প্লান্টটি যাকে বলা হচ্ছে "super mirror power plant", কাজ করছে ১২০০০ টি আয়নার সাহায্যে যারা সূর্যরশ্মিকে ঘনিভূত করে একটি টাওয়ারে রক্ষিত আধারে ফেলছে যাতে রক্ষিত আছে গলিত লবন প্রায় ৫৬৫ ডিগ্রী C তাপমাত্রায় ।এই গলিত লবন তৈরি করছে স্টিম যা চালাছে একটি জেনারেটরের টারবাইনকে । প্লান্টটি এক বছরে 390 million kWh বিদ্যুৎ তৈরি করতে সক্ষম যার ফলে 350,000 metric tons CO2 এমিশন প্রতি বছর কমে যাচ্ছে ।

Xinhua Power Generation Company গত জুনে Bortala Mongolian Autonomous Prefecture এর সঙ্গে যৌথ ভাবে একটি 1 GW new solar energy project এর সূচনা করে Xijiang প্রদেশের Bozhou শহরে ৷

তথ্যসূত্র :

Super Mirror Power Plant in Gansu, NW China

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.